পুলিশ পেটালো শিবিরকর্মীরা

চট্রগ্রাম প্রতিনিধি,জি নিউজঃ-  চট্রগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় পুলিশের সাথে ছাত্রশিবির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছেএসময় শিবিরকর্মীরা পুলিশের হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে পুলিশকেই মারধর করেএতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ভাঙচুর করা হয় পুলিশ ভ্যানসহ যাত্রীবাহী কয়েকটি গাড়ি এ ঘটনার দৃশ্য ধারণ করতে গিয়ে আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন চিত্রসাংবাদিকগতরোববার সোয়া ১০টার দিকে বাদুরতলা জঙ্গি শাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে আহত তিন পুলিশ সদস্য হলেন- পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক মিটু দাশ, কনস্টেবল হাশেম ও জুয়েল হোসেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে জামায়াত-শিবির কর্মীদের ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশের একটি টহল টিম বাদুরতলা জঙ্গি শাহ মাজারের সামনে পৌঁছেএসময় পুলিশকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেএকপর্যায়ে পুলিশের পিকআপ ভ্যানে হামলা চালায়এসময় তারা পুলিশের হাত থেকে একটি রাইফেল কেড়ে নিয়ে তা দিয়ে পুলিশ সদস্যদের বেদম প্রহার করেএতে তিন পুলিশ সদস্য গুরুতর আঘাত পায়এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে জানান সিএমপির উর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা এ ঘটনার দৃশ্য ধারণ করার সময় সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির চিত্রসাংবাদিক আশরাফুল আলম মামুনকে মারধর করে তার ক্যামেরা ভাঙচুর করে জামায়াত-শিবিরের কর্মীরা 

Exit mobile version