পুলিশ কি আঙুল চুষবে

gnewsbd.netকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি,জি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে যদি সাধারণ
জনগণকে হত্যা করা হয়, তাহলে পুলিশ কি আঙুল চুষবে? পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে এসব অপকর্ম বন্ধ করার জন্য। সেখানে পুলিশ হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না। গতকাল দুপুরে চাঁদপুরের কচুয়ার রাগদৈল ও বজুরিখোলা গ্রামে বিদ্যুৎসংযোগ উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদে মানুষ দেখা গেছে দেশে এমন মিথ্যাচার ও গুজব রটিয়ে যেসব মানুষকে হত্যা করা হয়েছে, এর সকল দায় খালেদা-নিজামীকে নিতে হবে। রাগদৈল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পুলিশ সুুপার মো. আমির জাফর, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন প্রমুখ। একই দিনে তিনি কচুয়ার উজানী, আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উত্তর শীবপুুর ও বুধুন্ডা গ্রামে পল্লীবিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

 

জি নিউজ বিডি.নেট /শনিবার, ৩০ মার্চ ২০১৩

 

Exit mobile version