বিশেষ প্রতিনিধি, জি নিউজ : ম তিঝিলের শাপ লা চত্বরে জড়ো হওয়া হেফাজতকর্মীদের একাংশ সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের বাধা এড়িয়ে পল্টন মোড় পর্যন্ত চলে যায়। তখন পুলিশ প্রেসক্লাব থেকে টিয়ার গ্যাসের শেল ও ফাকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয়। এদিকে হেফাজতে ইসলামের কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব টিয়ারশেল, শটগানের গুলি ও লাঠিচার্জ করে। পল্টন ছাড়াও হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্নু প্রবেশপথে অবস্থান নেয় এবং যান চলাচল বন্ধ করে দেয়। দুপুর ১২টার থেকে ১টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এসময় বায়তুল মোকাররম মসজিদের পাশেই একটি মোটরসাইকেলে আগুন দেয় হেফাজত ইসলামীর সমর্থকরা।
এদিকে হেফাজতের ছোড়া ইটের আঘাতে পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। ব্লগারদের শাস্তি ও নারীনীতি বাতিলসহ বিতর্কিত ১৩ দফা দাবিতে সরকারকে চূড়ান্ত চাপ দিতে হেফাজত ইসলামীর অবরোধে সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী। হেফাজতকর্মীদের ঢাকার কেন্দ্রে আসা ঠেকাতে বিভিন্ন স্থান ব্যারিকেডও দেয় পুলিশ। কিন্তু সমাবেশের অনুমতি দেয়ার পর ঢাকার প্রবেশপথগুলো থেকে ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ। তখন অবরোধকারীরা মিছিল নিয়ে মতিঝিলের দিতে আসতে থাকে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
জি নিউজ/ মে ৫, ২০১৩