পুরুষের যত মিথ্যা

porosঅনলাইন ডেস্ক  :- মিথ্যা বলার প্রসঙ্গে কেউ কেউ যুক্তি দেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সম্পর্কের চাকা সচল রাখতে মাঝেমধ্যে মিথ্যার আশ্রয় নিতেই হয়। তবে সাম্প্রতিক এক জরিপে দাবি করা হয়েছে, নারীদের চেয়ে পুরুষেরাই মিথ্যা বলেন বেশি। অবশ্য এ খবরে অনেক পুরুষেরই মাথায় হাত উঠতে পারে। আর জোর গলায় তাঁরা বলতেই পারেন, এ জরিপ পক্ষপাতদুষ্ট, এ একেবারেই ভুয়া, যা বিশ্বাসযোগ্যই নয়। কিন্তু সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া সংশ্লিষ্ট জরিপের বরাতে তাদের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, বিপদে পড়ে, ধরা খেয়ে, অহং রক্ষায় বা সঙ্গীকে খুশি করতেও নানা সময়ে কিছু সাধারণ মিথ্যার আশ্রয় নেন পুরুষ। স্থান-কাল-পাত্রভেদে পুরুষের মিথ্যার তালিকাটিও ভিন্ন হতে পারে। পুরুষ পাঠকেরা নিজের সঙ্গে তালিকাটি মিলিয়ে নিতে পারেন। প্রথম প্রেম-অনেক পুরুষই তাঁর নারী সঙ্গীকে জোর গলায় কসম কেটে বলেন, ‘বিশ্বাস করো, তুমিই আমার প্রথম প্রেম।’ কিন্তু বাস্তব হলো, অতীত ঘাঁটলে ‘কেঁচো খুঁড়তে সাপ’ বের হওয়ার মতো দশা হতেই পারে। নারীরাও জানেন, সব পুরুষই এমন কথা বলেন। যাচাই করিনি-চোখ-মুখ শক্ত করে পুরুষ দাবি করেন, তাঁর চারপাশে কত কত নারী ছিলেন। কিন্তু তিনি কারও দিকে চোখ তুলে পর্যন্ত তাকাননি। এর আগে কাউকে যাচাই করেননি। বাজিয়ে দেখেননি। সঙ্গীটিই তাঁর প্রথম পছন্দ। প্রথম দেখা নারী। তোমাতেই মুগ্ধ-সঙ্গীকে খুশি করতে পুরুষ অহরহই বলেন, আর কেউ নয়, একমাত্র তুমি, তোমাতেই মুগ্ধ আমি। তুমিই আমার স্বপ্ন, আমার সাধনা। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান। আছ তুমি অন্তরে অন্তরে, হূদয়ের গহিনে। এক দিনও কাটে না-এর চেয়ে বড় মিথ্যা আর কী হতে পারে। পুরুষ কেমন অবলীলায় তার নারী সঙ্গীকে বলেন, তোমাকে ছাড়া এক দিনও থাকা সম্ভব নয়। আসল সত্য হলো, নারী সঙ্গীটি কিছুদিনের জন্য কোথাও যাওয়ার পরপরই শুরু হয়ে যায় বাঁধভাঙা উত্সব। কে দেখে সে আনন্দ!  আমিই সেরা-নিজের ব্যর্থতা, পশ্চাত্পদতা, সীমাবদ্ধতা মানতে নারাজ পুরুষ। ভালোবাসার ময়দান, সংসার কিংবা কর্মস্থল—সব ক্ষেত্রেই নিজেকে শ্রেষ্ঠ বলে নারী সঙ্গীর কাছে দাবি করেন পুরুষ। বিশেষজ্ঞদের মতে, অহং থেকেই পুরুষ এ মিথ্যাটি বলেন। ধূমপান করি না-নারী যদি তাঁর সঙ্গীর বিরুদ্ধে ধূমপানের অভিযোগ আনেন, পুরুষ তা অস্বীকার করেন। জোর গলায় বলেন, ‘আমি ধূমপান একদমই করি না। কোনো দিনও করিনি।’ পোশাক, শরীর কিংবা নিঃশ্বাস থেকে সিগারেটের কটু গন্ধ বের হওয়ার পরও পুরুষ এ দায় অস্বীকার করেন; বরং এই গন্ধের জন্য অন্য ধূমপায়ীদের ওপর দোষ চাপান। ঘুমাচ্ছি না, ভাবছি-একসঙ্গে বসে বা শুয়ে সিনেমা উপভোগ, গল্প শোনা, গুরুত্বপূর্ণ আলোচনার সময় অনেক পুরুষ ঘুমিয়ে নাক ডাকতে শুরু করে দেন। নাক ডাকা অবস্থায় ধরা পড়ার বিষয়টি পুরুষের একদমই অপছন্দ। তাই ধরা খেলে তাত্ক্ষণিক তৈরি জবাব, ‘ঘুমাচ্ছি না তো, ভাবছি।’ ভুলিনি-কোনো কারণে কোনো কাজ করতে ভুলে গেলে, তা সহজে স্বীকার করেন না পুরুষ। বরং স্ত্রীর কাছে মিথ্যা ওজর দেখিয়ে বলবেন, আর বলো না, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ চলে আসায় ওই কাজটা আর করা হয়নি। চুল ঝরছে না-পুরুষের একটি অন্যতম অহং চুল। তাই কোনোমতেই সঙ্গীর কাছে চুল ঝরার কথা স্বীকার করেন না পুরুষ। সত্যি সত্যি চুল ঝরলেও পুরুষ তাঁর সঙ্গীর কাছে মিথ্যা বলবেন কিংবা ওজর দেখাবেন। আর বয়স যতই হোক নিজেকে তো সব সময়ই তরুণ দাবি করবেন তাঁরা। সূত্র : ইন্টারনেট  তাঃ- ২৩ জানুয়ারি ২০১৪।

 

Exit mobile version