আন্তর্জাতিক ডেস্ক:- এবোলা রোগের প্রকোপ নিয়ন্ত্রণে নয় বরং এবোলা রোগে আক্রান্ত সেনাদের ওপর টিকা পরীক্ষার জন্য পশ্চিম আফ্রিকায় ৪,০০০ সেনা পাঠিয়েছে আমেরিকা। আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ফ্রাসিস বয়েল এ কথা বরেছেন। তিনি জানিয়েছেন, এবোলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরঞ্জাম না থাকা সত্ত্বেও পশ্চিম আফ্রিকায় চার হাজার মার্কিন সেনা পাঠানো নিয়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। আমেরিকা কেনো গায়ে পড়ে চার হাজার সেনাকে এবোলা ভাইরাসের সংস্পর্শে আসতে দেবে সে প্রশ্নের জবাব খুঁজতে গেলে যুক্তিসঙ্গতভাবেই টিকা পরীক্ষার কথা আসবে বলে জানান তিনি। এ ছাড়া, এবোলা বিরোধী মার্কিন তৎপরতা তদারকির জন্য আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা একজন ‘এবোলা জার’ নিয়োগ দিয়েছেন। চিকিৎসক বা চিকিৎসা পেশার সঙ্গে এ ব্যক্তির কোনো সম্পর্ক নেই। পেশায় মার্কিন প্রশাসনের একজন আইনজীবী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অফ স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি।অধ্যাপক ফ্রাসিস বয়েল আরো জানিয়েছেন, এবোলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিম আফ্রিকার দুই দেশ সিয়েরা লিওন এবং লাইবেরিয়ায় মার্কিন জীবাণু যুদ্ধের গবেষণাগার আছে। নিরক্ষ রেখায় অবস্থিত কঙ্গোতে প্রধানত এবোলার প্রকোপ দেখা গেলেও কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম আফ্রিকায় এ রোগের প্রকোপ কি করে ছড়াল তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। এদিকে, অন্য বিশেষজ্ঞরা বলেছেন, পশ্চিম আফ্রিকায় ব্যাপক হারে চীনা বিনিয়োগ ঘটেছে। এ সব বিশেষজ্ঞের অনেকেই ধারণা করছেন, যে সব দেশে চীনা বিনিয়োগ ঘটেছে সেগুলো কৌশলে এবং পরোক্ষভাবে দখল করে নেয়ার জন্যেই হয়ত সেনা পাঠিয়েছে আমেরিকা।খবর:রেডিও তেহরান,কিংবা চীনাদেরকে হটিয়ে দেয়ার জন্যই পশ্চিম আফ্রিকার এ সব দেশে এবোলা ভাইরাস ছড়িয়ে দিয়েছে আমেরিকা।
পশ্চিম আফ্রিকায় মার্কিন সেনা; ‘লক্ষ্য এবোলার টিকা পরীক্ষা’
Share This