গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে ১৮ দলের অবস্থান কর্মসূচী চলাকালে অন্তত: ১৫টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে রংপুর-ঢাকা মহাসড়কের সাথী সিনেমা হল থেকে উত্তরবাসষ্টান্ড পর্যন্ত এলাকায় অবস্থান নেয় ১৮ দলের কর্মীরা। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া থেকে রংপুরগামী অন্তত: ১৫টি যাত্রীবাহি বাস ও ট্রাক পলাশবাড়ি অতিক্রমকালে ভাংচুর চালানো হয়। এসময় পুলিশের সাথে অবস্থানকারিদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল সত্যতা স্বীকার করেছেন।