স্টাফ রিপোর্টার,জি নিউজ : এইচএসি পরীক্ষা এবং বাংলাদেশ গেমসের আসর চলাকালে হরতাল না দিতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেছেন, পরীক্ষার সময় হরতাল দিয়ে বিএনপি ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে।
আমরা ক্ষমতায় এসে শিক্ষায় যে গুণগত পরিবর্তন এনেছি বিরোধী নেত্রীর তা সহ্য হচ্ছে না। এখন পরীক্ষার সময় হরতাল দিয়ে বিএনপি দেশের লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ গেমস শুরু হবে। বিভিন্ন প্রতিযোগিতায় দেশের ছেলেমেয়েরা অংশ নেবে। আশা করবো এ গেমস চলাকালে তারা হরতাল দিবে না।
শুক্রবার কৃষক লীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, কার স্বার্থে এসব হরতাল। ওই যুদ্ধাপরাধী- যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। মা-বোনদের ইজ্জত নিয়েছে তাদের বাঁচানোই বিএনপির একমাত্র লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবার পর তারা বাসের ভেতর যাত্রী পুড়িয়ে মারছে। বাস ড্রাইভার মূসা, ট্যাঙিচালক ফারুক, নিরীহ শিক্ষার্থী ও যাত্রীদের কী অপরাধ। পুলিশ মারছেন। ইট দিয়ে মাথা থেঁতলে দিচ্ছেন। মসজিদে আগুন দিচ্ছেন। কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছেন- এগুলোই কী আপনাদের ধর্ম-কর্ম। যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। কৃষকদের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে- এ প্রত্যয়ে সরকার এগিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে বিএনপির এখানেই পার্থক্য। আমরা ব্যবসা করতে ক্ষমতায় আসিনি। জনগণের ভাগ্য গড়তে ক্ষমতায় এসেছি। সে কারণেই আমরা গুরুত্ব দেই কীভাবে ফসল উৎপাদন বৃদ্ধি করা যায়। আমরা চাই দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা বক্তব্য রাখেন।