নিষিদ্ধ অলিম্পিকে স্বর্ণজয়ী লি

o dw2জি নিউজ বিডি ডট নেট ডেস্ক ঃ- ডোপিং টেস্টে অংশ না নেয়ায় এবং ব্যক্তিগত তথ্যাদি দিতে ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে অলিম্পিক ব্যাডমিন্টনে স্বর্ণজয়ী দক্ষিণ কোরিয়ার অ্যাথলিট লি চং ওয়েই এবং তাঁর সহ-খেলোয়াড়কে৷ প্রতিবেদনটি প্রকাশ করেছে DW.DEএ, বিশ্বের সব বড় খেলাতেই অংশগ্রহণকারী অ্যাথলিটদের ডোপিং টেস্টের মধ্য দিয়ে যেতে হয় এবং নিজেদের ব্যক্তিগত তথ্য বিশ্ব ক্রীড়া ফেডারেশনের কাছে জমা দিতে হয়৷ ব্যাডমিন্টন খেলোয়াড়দের বেলায় মালয়েশিয়াভিত্তিক ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনে এ সব তথ্যাদি জমা দিতে হয়৷ সেইসাথে অংশ নিতে হয় বেশ কিছু শারীরিক ও মানসিক পরীক্ষায়৷ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিডাব্লিউএফ এ সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে যেসব খেলোয়াড় খেলেন তাঁদের বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়৷ এ জন্য কিম এবং লি-কে বেশ কয়েকবার এ সব তথ্য জমা দিতে বলা হয়েছে, যাতে সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করা যেতে পারে৷ কিন্তু ২০১৩ সালে তিন-তিন বার এই দুই অ্যাথলিটকে এ সংক্রান্ত প্রশাসনের কাছে তথ্যাদি জমা দিতে বলা হলেও, তাঁরা ব্যর্থ হন৷এ মাসের প্রথম দিকে লি এবং কিম বিডাব্লিউএফ-এর তিন সদস্য বিশিষ্ট ডোপিং প্যানেলে উপস্থিত হন, যেখানে তাঁদের বিরুদ্ধে শুনানি হয়৷ শুনানিতে প্যানেল তাঁদের দু’জনকে এক বছরের নিষেধাজ্ঞা দেয়৷ প্রসঙ্গত, এ ধরনের পরিস্থিতিতে সাধারণত দু’বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়৷ কিন্তু ব্যাডমিন্টন কোরিয়া অ্যাসোসিয়েশন বিডাব্লিউএফ-কে তথ্য জমা দেয়ার বিষয়টি অবগত না করায় তাঁদের শাস্তি কম হয়েছে৷বলা হয়েছে, ২৩ জানুয়ারি ২০১৪ থেকে ২৩ জানুয়ারি ২০১৫ পর্যন্ত তাঁরা কোনো ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না৷ তবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে তাঁরা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করতে পারবেন৷দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ ব্যাডমিন্টন কোরিয়া অ্যাসোসিয়েশন-এর নির্বাহী পরিচালক কিম ইয়ুং সু-এর বরাত দিয়ে জানিয়েছে যে, এই দুই অ্যাথলিট কেবল প্রশাসনের প্রক্রিয়ার লঙ্ঘণ করেছেন, তাঁরা ডোপিং টেস্টে ব্যর্থ হননি৷ এছাড়া, তাঁরা কখনোই কোনো ধরনের নিষিধ্য দ্রব্য গ্রহণ করেননি বলে জানান তিনি৷ বরং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁরা ডোপিং টেস্টের মধ্য দিয়ে গেছেন এবং সেখানে এ ধরনের কোনো ফল পাওয়া যায়নি বলেই জানিয়েছেন ইয়ুং সু৷ তাঃ-০২-০২-২০১৪।

 

Exit mobile version