নির্বাচন পরবর্তী সহিংসতায় সারাদেশে পাঁচজন নিহত, আহত শতাধিক

rt7জি নিউজ বিডি ডট নেট ঃ-খালেদা জিয়া নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে পাঁচজন  নিহত হয়েছে  এবং  আহত হয়েছে শতাধিক ব্যক্তি। দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আজ (সোমবার) এসব হতাহতের ঘটনা ঘটে। তাছাড়া, রোববার নির্বাচনকালীন সংঘর্ষে আহত নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় আহত যুবলীগ কর্মী মাহফুজ (২৩) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার  শিবিরকর্মী  আসাদুজ্জামান (১৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায়। এর  আগে,  গতকাল  বিরোধীদলের বর্জনের মুখে  একতরফা নির্বাচন অনুষ্ঠানের  দিন সারা দেশে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে।  এদের মধ্যে ২৪ জন  বিরোধী নেতাকর্মী নিহত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের লোকজনের  হামলায়। এছাড়া, গতকাল ভোট গ্রহণের দিন আলাদা ঘটনায় নিহত হন দু’জন প্রিজাইডিং অফিসার,একজন আওয়ামী লীগ নেতা ও একজন আনসার সদস্য। এদিকে,  আজ সকাল ৯টার দিকে ঢাকা জেলার দোহার উপজেলায় বিলাশপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। নিহত ব্যক্তিরা হলেন মুসা খন্দকার (৫৫), তার ছেলে মাসুদ খন্দকার (২৮), আসলাম খন্দকার, রিয়াজুল মোল্লা ও মকবুল হোসেন (৩৫)।  আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ওদিকে, হবিগঞ্জের বানিয়াচং-এ আজ সকালে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। আহতদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনোত্তর সহিংসতায় সোমবার সকালে উপকূলীয় বরগুনার জেলার আমতলী ও তালতলী উপজেলায় নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে  ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল এবং বরগুনা হাসপাতালে পাঠানো হয়। এদিকে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায়  অন্তত ৫০ জন আহত হয়েছে। খবর রেডিও তেহরানএর #

Exit mobile version