জি নিউজ বিডি ডট নেট ঃ- নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত শুক্রবার নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ । আর প্রত্যেকবারের মতো এবারও নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর সহযোগিতা নিতে হবে বলেও জানান (সিইসি) । আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, ২০০৮ সালের ন্যায় নির্বাচন পরিচালনার বিষয়ে কথা বলতে শুক্রবার ডিসি (রিটার্নিং কর্মকর্তা), পুলিশ সুপার ও আইন শৃংখলা বাহিনীর সঙ্গে কথা বলব। আর দেশের সার্বিক অবস্থায় নির্বাচন কমিশনের ব্যবস্থা সম্পর্কে শুক্রবার জানা যাবে। এছাড়া সাতক্ষীরায় সেনা মোতায়েনের বিষয়ে সিইসি বলেন, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় যে কোনো জায়গায় সেনা মোতায়েন করতে পারে। তবে সাতক্ষীরায় সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন কিছুই জানে না। তাঃ- ১৯ ডিসেম্বর, ২০১৩
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত শুক্রবার – সিইসি
Share This