জি নিউজঃ-আগামী নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এখনো আলোচনার পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সংবিধানের আলোকেই সর্বদলীয় সরকার গঠন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি কোন কোন মন্ত্রণালয় চান। এজন্য আসুন আলোচনার মাধ্যমে ঠিক করি। রোববার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আলোচনার দ্বার খোলা আছে। তবে হরতাল প্রত্যাহার করে জনগণের কাছে ওয়াদা করতে হবে উনি আর হরতালের নামে মানুষ হত্যা করবেন না। প্রধানমন্ত্রী বলেন, আমি আলোচনার জন্য উনাকে আহ্বান করেছিলাম। উনি আলোচনা না করে হরতাল ডেকে মানুষ হত্যা করলেন, বোমা হামলা করলেন। তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা বিরোধী দলীয় নেতাকে জেলে নিয়েছিলো। আবার যে তারা উনাকে জেলে নিবে না গ্যারান্টি কোথায়? প্রধানমন্ত্রী বলেন, আমার মাথার চুল উড়িয়ে দেয়ার কথা বলেছিলেন বিরোধী দলীয় নেতা। আমার মাথায় চুল এখনও আছে। যার মাথায় পরচুলা আছে তাই উড়ে যাওয়ার কথা। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিতত্বে জেলহত্যা দিবস পালন করা হয় । তাঃ-০৩ নভেম্বর, ২০১৩
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এখনো আলোচনার পথ খোলা আছে – প্রধানমন্ত্রী
Share This