নির্দলীয় সরকারের দাবি মানলে আন্দোলন করবো না –শুভেচ্ছা বিনিময়ে খালেদা জিয়া

জি নিউজঃ-নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করলে বিএনপি আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াতিনি বলেন, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছিসুষ্ঠু নির্বাচনের জন্য সরকার যদি লেবেল প্লেইং ফিল্ড তৈরি করে তাহলে আমরা আন্দোলন করবো নাজনগণ যে রায় দেয় তা মেনে নিবো শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন বিভিন্ন শ্রেনীর মানুষে সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।  মহাজোট সরকারের উন্নয়ন বিলবোর্ড নিয়ে  বেগম খালেদা জিয়া বলেন, সরকারি কোষাগারের টাকা খরচ করে তারা নিজেদের প্রচার করছে।  ব্যর্থতা ঢাকার জন্য এই প্রচারণা বলে মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা সরকারের দায়িত্বকিন্তু নির্দলীয় সরকারের অধীনে  নির্বাচন ছাড়া তা সম্ভব নয়কারণ সরকার প্রশাসন, নির্বাচন কমিশন, আদালতকে দলীয়করণ করা হয়েছেনির্বাচন কমিশন ব্যর্থ ও সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছেতত্ত্বাবধায়ক দাবি জনদাবিতে পরিণত হয়েছেসরকার যদি দেশ ও মানুষকে ভালোবাসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার পূনর্বহাল করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেবে।  যদি তারা দেশ ও জনগণের জন্য কাজ করে থাকে তাহলে  প্রচারণা না চানিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক বিল পাশ করুন খালেদা জিয়া বলেন, সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছেআমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই।  দেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন, সরকারের দু:শাসনে দেশের মানুষ ভালো নেই তারা শান্তিতে ঈদ করতে পারছে না।  দেশের জনগণের সাথে ঈদ করতে পেরে  বেগম খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেনএসময় তিনি বলেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে ঈদের শুভেচ্ছ বিনিময় করেছেনসর্বস্তরের জনসাধারনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিজনগণই আমার পরিবারএটাই আমার সবচেয়ে বড় আনন্দআমি আনন্দিত এর আগে সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছান বিএনপি চেয়ারপারসনপরে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য মঞ্চে ওঠেন তিনিএসময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেনএছাড়া  বেলা সোয়া ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে আসেন ঢাকায় নিযুক্ত ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ড, ইন্দোনেশিয়াসহ  বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ শুভেচ্ছ বিনিময় শেষে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ করবেনমোনাজাত শেষে গুলশানের বাসায় ফি রবেন তিনি

 

Exit mobile version