জি নিউজঃ- নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকার ও বিএনপির মধ্যে সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে এ বিষয়ে প্রায় আধাঘণ্টা ফোনালাপ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ।এ সময় খালেদা জিয়া বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাঁর অভিমত ব্যক্ত করেন। তিনি জাতিসংঘের মহাসচিবকে জানিয়ে দিয়েছেন, নির্দলীয় সরকার ছাড়া বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না। নির্দলীয় ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। রাতে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। সংবাদ সম্মেলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ সন্ধ্যা পৌনে সাতটা থেকে সোয়া সাতটা পর্যন্ত জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টেলিফোনে কথা বলেন। এ সময় উভয়ের মধ্যে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন খালেদাকে বলেছেন, তিনি বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের যে উদ্যোগ নিয়েছিলেন তা বেশি দূর এগোয়নি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ, বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব সুরাতুজ্জামান উপস্থিত ছিলেন।
জি নিউজ বিডি ডট নেট /তা;- ২৩ আগস্ট ২০১৩