নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায়ে সরকারকে বাধ্য করা হবে- খালেদা জিয়া

gnewsজি নিউজ ঃ- বিএনপি চেয়ারপার্সনের গুলশান দলীয় কার্যালয়ে  গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, নিরপেক্ষ,নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবী শুধু বিএনপি বা বিরোধীদলের নয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবী। এ দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।তিনি বলেন-বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেচ্ছাচারিতা করছে। সরকার নির্বাচনী কোন ওয়াদা পালন না করে লুটপাটে ব্যস্ত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেশের ৯০ ভাগ মানুষের দাবি। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করা হবে।  খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে। আওয়ামী লীগ সরকার সকল ধর্মের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বর্তমান সময়ে সংখ্যালঘুদের ওপর নিপীরণ – নির্যাতন বেড়েছে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন- কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা থাকে না। তাই আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে হতে হবে। বাংলাদেশ জনগণ কোনো পাতানো সাজানো নির্বাচন মেনে নেবে না। বিএনপি চেয়ারপারসন আরো বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি- হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এ সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ তার ভোটাধিকার হারাবেন, কেউ ভোট  কেন্দ্রে যেতে পারবে না। সরকারের গুণ্ডাবাহিনীর দখলে থাকবে ভোটকেন্দ্রগুলো। বৌদ্ধ-সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এম মোর্শেদ খান,সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র  রায়, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাবেক সদস্য সুশীল বড়ুয়া, সনদ কুমার  তালুকদার প্রমূখ।এব; দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধসম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Exit mobile version