অনলাইনডেস্ক:-নিয়মিত যৌন মিলনে মেয়েদের বুদ্ধিমত্তাও বাড়িয়ে দেয়! সম্প্রতি আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের একদল মনোবিজ্ঞানী পরীক্ষায় এ তথ্য পেয়েছেন।গবেষণায় বলা হয়, মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামে একটি স্থান রয়েছে, যা বহুদিনের স্মৃতি ধরে রাখে। যৌনতা মগজের এ অংশে নতুন নিউরনের জন্ম দেয়।ওই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের এ অংশে এমনিতেই নতুন নিউরন গজায়। কিন্তু দেখা গেছে, সাধারণত নিউরন জন্ম নিতে যে সময়ের প্রয়োজন হয়, নিয়মিত যৌনতার ফলে হিপোক্যাম্পাসে নতুন নিউরন তার চেয়ে দ্রুত জন্ম নেয়। তা ছাড়া যৌনতা মস্তিষ্কের সব কোষে অক্সিজেন ছড়িয়ে দেয়। এ সবকিছু বুদ্ধিমত্তা বৃদ্ধির সহায়ক।সূত্র:ইন্টারনেট