জি নিউজ বিডি ডট নেটঃ- ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৮ জন। নিহতের নাম আবদুল খালেক (১৫) শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমণ্ডল গ্রামে জমি বিরোধ নিয়ে মামলা মোকদ্দমার জের ধরে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূতে জানা যায় মেদির হাওড়ে ৭৭ একর জায়গা নিয়ে শাহ আব্দুল্লাহ কল্যাণ ট্রাস্টের পক্ষে নাসিরপুর গ্রামের সৈয়দ এমাদ মিয়া ও দাঁতমণ্ডল গ্রামবাসীর মাঝে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত হাওড়ে জমি দখল করতে গেলে এই সংঘর্ষ বাধে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়ে সংঘর্ষ করতে ব্যর্থ হয়ে সংঘর্ষকারীরা বিকেল ৩টার দিকে দাঁতমণ্ডল গ্রামে হামলা চালায়। এসময় হামলাকারীদের হাতে থাকা লোহার পল দিয়ে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. খালেক মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হয় অন্তত ১৮ জন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এবিষয়ে নাসিরনগর থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ৬জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত,আহত ১৮ জন
Share This