জি নিউজ বিডি ডট নেট ঃ- গাজীপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তৈরি পোশাক শিল্পকে নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত শুরু হয়েছে। কোনভাবে এই শিল্পকে ধ্বংস করা গেলে অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে যাবে। এদেশের অর্থনীতিকে ধবংস করাই চক্রান্তকারীদের মূল উদ্দেশ্য। শনিবার রাজধানীতে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. অতিকুল ইসলাম এই দাবি জানান। সরকারের কাছে পোশাক কারখানার জন্য অতিরিক্ত নিরাপত্তার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আতিকুল বলেন, “বিভিন্ন ইস্যু তুলে, মিথ্যা গুজব সৃষ্টি করে দেশের শিল্পকে বারবার অস্থির করে তোলা হচ্ছে। বিশেষ করে শান্ত শ্রমিক গোষ্ঠীকে উস্কানি দিয়ে অশান্ত করা হচ্ছে। নাশকতা সৃষ্টিকারীদের এখনই চিহ্নিত করতে না পারলে ভবিষ্যতে কারখানা চালানো অসম্ভব হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি। গত বৃহস্পতিবার রাতে গুলিতে শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে গাজীপুরের কোনাবাড়িতে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানা পুড়িয়ে দেয়া হয়। তিনি বলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিকল্পিত ওই নাশকতার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। পুলিশ বলছে, শ্রমিক অসন্তোষের মধ্যে মধ্যরাতে মাইকে লোক জড়ো করে জরুন এলাকায় কারখানা কমপ্লেক্সের তিনটি ভবন ও দুটি শেডে ভাংচুর করে আগুন দেয়া হয়। এই অগ্নিকাণ্ডের কারণে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা পুড়ে প্রায় ১২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন কারখানার মালিক প্রকৌশলী মো. মোশারফ হোসেন ও প্রকৌশলী মো. আতিকুর রহমান ছাড়াও বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মোর্শেদী। তাঃ- ০১ ডিসেম্বর ২০১৩