অনলাইন ডেস্ক:- বয়স বাড়ার একটি লক্ষণ হতে পারে ত্বকের পরিবর্তন। আর নারীরা তাদের এই পরিবর্তন খুঁজতে চেহারাতেই বেশি মন দেন, গোটা দেহ নিয়ে তাদের কোনো চিন্তাই থাকে না। নতুন এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে।অ্যাস্ট্রাল অরিজিনাল এর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, বয়স ছাপ খুঁজতে মুখ ছাড়া গোটা দেহে মনযোগ দেন না নারীরা। বয়স কমাতে এ জন্য মুখে ক্রিম ও নানা প্রসাধনী ব্যবহার করেন তারা। কিন্তু দেহে তা করেন না বললেই চলে। ব্রিটেনের ফেমিনিস্টের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।গবেষণায় আরো বলা হয়, নারীদের এক-চতুর্থাংশ বিশ্বাস করেন যে তাদের দেহে স্বাভাবিকের চেয়ে বেশি দ্রুত বয়সের ছাপ চলে আসে। আর এ কারণেই যত্নের ব্যাপারে তারা আগ্রহ বোধ করেন না। প্রতি ১০ জনের মধ্যে একজন নারী তাদের ত্বক নিয়ে অসন্তুষ্ট। আর প্রতি তিনজনের মধ্যে একজন মোটামুটি সন্তুষ্ট। নারী দেহের যে স্থানগুলোতে সবচেয়ে দ্রুত বয়সের চিহ্ন ফুটে ওঠে তাদের মধ্যে প্রথম তিনটি অংশ হলো, হাত, মুখ এবং গলা।নারীদের বাজে ত্বকের জন্য প্রয়োজনের চেয়েও কম পরিমাণ পানি খাওয়া, ময়েশ্চারের যথেষ্ট ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর খাবারকে দ্রুত বয়সের ছাপ পড়ার জন্য দায়ী করা হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস
নারীদের বয়সের ছাপ কোথায় পড়ে, মুখে না দেহে,
Share This