নাইজেরিয়ায় বোকো হারামের এলোপাথাড়ি গুলি; বহু নিহত

আন্তর্জাতিক  ডেস্ক:- নাইজেরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ‘মাইদুগুরি’ শহরের অদূরের একটি মার্কেটে  হামলা  চালিয়েছে। এতে বহু লোক নিহত হয়েছে। স্থানীয়  সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বরনো রাজ্যের কেন্দ্রীয় শহর থেকে ২০ কিলোমিটার দূরের ‘নেগম’ গ্রামে অবস্থিত একটি মার্কেটে ৫০ জনের একটি অস্ত্রধারী দল শুক্রবার রাতে এলোপাতাড়ি গুলি চালায়। এর ফলে বহু লোক নিহত হয়েছে বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন।তবে নিহতের প্রকৃত সংখ্যা জানা যায় নি।

 অবশ্য এ ঘটনার পর নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারাম সন্ত্রাসীদের ওপর পাল্টা হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন সন্ত্রাসী নিহত হলেও বেশিরভাগ পালিয়ে গেছে বলে জানিয়েছেন তানিমো গণি নামের এক প্রত্যক্ষদর্শী। নাইজেরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় কন্দুগা শহরে বোকো হারামের অন্তত ৮০ জন সন্ত্রাসীকে হত্যা করার পরপরই বোকো হারাম পাল্টা হামলা চালালো। ২০০৯ সাল থেকেই বোকো হারাম নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে নৃশংসতা ও পাশিবকতা চালিয়ে বহু বেসামরিক লোককে হত্যা করেছে। খবর: রেডিও তেহরান, বোকো হারামের সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত দশ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

Exit mobile version