অনলাইন ডেস্কঃ- দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে আরো কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তারা হল- উত্তর কোরিয়া, মালদ্বীপ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ও ওয়ার্ল্ড ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানান।এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. শামীম আহসান জানান, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব হামদুন তৌরে এবং ওয়ার্ল্ড ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক ফ্রান্সিস গুরি নিজ নিজ সংস্থার পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠান।এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ূম, উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক পং জু এবং আইওএম’র মহাপরিচালক উইলিয়াম লেসি স্যুইং প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এর আগে ভারত, চীন, রাশিয়া, মিয়ানমার, নেপাল, ভুটান, বেলারুশসহ অনেকগুলো দেশ নতুন সরকারকে অভিনন্দন জানায়। উল্লেখ -গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। এর মাধ্যমে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।তাঃ-১৮-০১-২০১৪
নতুন সরকারকে আরো ৫ দেশ ও সংস্থার অভিনন্দন
Share This