জি নিউজ বিডি ডট নেটঃ- বিএনপি-জামায়াতের শিবিরের সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জন্য কাজ করে যাব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে। গতকালবুধবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ আমরা কঠোর হস্তে দমন করেছি। দেশের মাটিকে কোনভাবেই জঙ্গিবাদের লীলাক্ষেত্র হতে দেব না। জঙ্গিবাদকে কোনো ভাবেই প্রশ্রয় দেয়া হবে না। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে পৌঁছান। তিনি প্রথমে ইয়াদ আলী প্যারেড রাউন্ডে আনসার সদস্যদের কুচকাওয়াচ ও সালাম গ্রহণ করেন। এরপর প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির ভাষণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা সাহস নিয়ে নিজের দায়িত্ব পালন করবেন। জনগণের প্রতি ভালোবাসা পাবেন। দেশে যাতে কোনভাবেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের জনগণকেও সতর্ক থাকতে হবে বলে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ- বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয় ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারিতে । এরপর থেকে প্রতিবছর এ দিনে বাহিনীটির সমাবেশ অনুষ্ঠিত হয়।তাঃ-১৩ ফেব্রুয়ারি, ২০১৪।