দুর্নীতিতে ৬৪তম স্থানে বাংলাদেশ

dw de21অনলাইন ডেস্ক  :-  বিশ্বের ১২৯টি দেশের দুর্নীতি পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির ব্যার্টেলসমান ফাউন্ডেশন৷ সেখানে বাংলাদেশ আছে ৬৪তম স্থানে৷ প্রতিবছরের মতো এবারও দুর্নীতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্যার্টেলসমান ফাউন্ডেশন৷ এই ফাউন্ডেশনের ট্রান্সফরমেশন ইনডেক্স (বিটিআই) অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভারতে৷ তালিকায় ভারত আছে ২৬তম স্থানে৷ বাংলাদেশের অবস্থা তার তুলনায় বেশ খারাপ৷ ভারত যেখানে ৭ দশমিক ১৯ পয়েন্ট নিয়ে ৩০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে, বাংলাদেশ ৫ দশমিক ৬৯ পয়েন্ট নিয়ে পেয়েছে ৬৪তম স্থান৷ ভুটান বাংলাদেশের ঠিক আগে৷ ৬৩তম স্থান নিশ্চিত করেছে তারা ৫ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে৷দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা রয়েছে ৬৭তম স্থানে (পয়েন্ট ৫.৫৭), নেপাল ৯৯তম স্থানে (৪.৩৭) আর পাকিস্তান রয়েছে ১১২তম স্থানে (৩.৭০)৷ পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্থানের অবস্থা যথারীতি এ অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ৷ তালিকায় তাদের নাম লেখা আছে ১২২তম স্থানে৷ এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১৩ সালের প্রতিবেদনেও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে নীচে ছিল আফগানিস্তান৷ সেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল ১৭৭টি দেশকে নিয়ে৷ সেখানে বাংলাদেশ ছিল ১৩৬তম স্থানে৷ ব্যার্টেলসমান ফাউন্ডেশনের দুর্নীতি বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ১২৯টি দেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে তাইওয়ান৷ এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের অবস্থা যতটা ধারণা করা হয়, ঠিক তত ভালো নয়৷ সিঙ্গাপুর আছে ২৪তম স্থানে৷ ইন্দোনেশিয়া (৩৫), ফিলিপিন্স (৩৬), মালয়েশিয়া (৪৩) আর থাইল্যান্ডের (৬১) অবস্থাও ভারত আর ভুটানের চেয়ে খারাপ, তবে বাংলাদেশের চেয়ে ভালো৷ এসিবি/ডিজি (ব্যার্টেলসমান ফাউন্ডেশন, ডিপিএ) খবর- DW.DE এর।তাঃ-২৩-০১-২০১৪।

 

Exit mobile version