অনলাইন ডেস্ক, জি নিউজঃ- থাইল্যান্ডে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পর্যন্ত বন্যায় অন্তত ৩০ জন মারা গেছে। গত তিন সপ্তাহ ধরে মৌসুমি বৃষ্টির কারণে এ বন্যা দেখা দিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ২৯ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। থাইল্যান্ডের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছেন, বেশিরভাগ মানুষ মারা গেছে উত্তর-পূর্বাঞ্চলীয় সুরিন প্রদেশে। গত ১৭ সেপ্টেম্বর থেকে সেখানে এ পর্যন্ত মারা গেছে ১১ জন। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ৩৩টি প্রদেশের অধিবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এসব প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪, ৯৪৭টি রাস্তা ও ২০১টি ব্রিজ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, আগামী আরো কয়েকদিন পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে বৃষ্টি হতে পারে।খবর রেডিও তেহরান এর তাঃ-০৪ অক্টোবার ২০১৩
থাইল্যান্ডে বন্যা পরিস্থিতির অবনতি; এ পর্যন্ত ৩০ জন নিহত
Share This