জি নিউজ ঃ বিএনপিরজ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ‘ফেরারি আসামি‘- এই বিষয়ে যুক্তরাজ্যও ইন্টারপোলকে জানানো হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদসম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায়তিনি একজন ফেরারি আসামি। এ বিষয়টি যুক্তরাজ্য ও ইন্টারপোলকে জানানো হয়েছে।
তারেক রহমান বিএনপির যে পদে আছেন; সেই পদে তিনিকিভাবে অধিষ্ঠিত আছেন? তিনি ওই দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনীতি করবেন না বলেঅঙ্গীকার করে যুক্তরাজ্য গেছেন।‘
২১ মে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি নেতাদের নিয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েপ্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়ার বড় ছেলে তারেক। তারপর থেকে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারদাবি জানিয়ে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা।
এই পটভূমিতে ২৬ মে তারেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত।
বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি কোনো আঞ্চলিক শক্তির মাধ্যমেপ্রভাবিত হয় না বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
দীপু মনি আরও বলেন, বাংলাদেশেরপররাষ্ট্রনীতি একান্তভাবেই বাংলাদেশের।সুস্পষ্টভাবেই বলতে চান এদেশের পররাষ্ট্রনীতি দেশের জনগণ এবং রাষ্ট্রীয়স্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত। সেখানে কারো দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়নেই।
তারেক রহমান ‘ফেরারি আসামি’ ইন্টারপোলকে জানানো হয়েছে
Share This