গাজীপুর প্রতিনিধি,জি নিউজঃ- বৃহস্পতিবার ঢাকা-জয়দেবপুর রুটে ডেমু ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। কমপক্ষে ৩০০ যাত্রী পরিবহন করতে পারে ট্রেনটি। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সরকার প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রেলের উন্নয়নে কাজ করছেন, তখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উস্কানি দিয়ে আগুন দিয়ে, নাশকতা চালিয়ে রেল খাতকে ধ্বংস করছেন। তিনি খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ১০ বছর তিনি রেলের উন্নয়ন করেননি, এখন উন্নয়নের কথা বলছেন। মিথ্যা বলে, বিভ্রান্ত করে জনগনকে ধোকা দিয়ে ক্ষমতায় যাবার সুযোগ নেই। মন্ত্রী বলেন, “রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা চিন্তা করে বর্তমান সরকার চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানী করেছে। এতে লাখ লাখ যাত্রী উপকৃত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ট্রেন যাত্রীদের আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সরকার অধিক সংখ্যক কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গাজীপুর-ঢাকা-গাজীপুর লাইনে ডেমু ট্রেন উদ্বোধন করা হলো।
জি নিউজ/ তাঃ- বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৩