ড. কামালসহ ১/১১র কুশীলবরা আবার সক্রিয় : খাদ্যমন্ত্রী
জি নিউজ অনলাইনঃ- ড. কামাল হোসেনসহ ১/১১’র কুশীলবরা আবার সক্রিয় বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম । তিনি বলেন রাজনৈতিক মাঠে দলছুট নেতাদের নিয়ে আবার একটি ষড়যন্ত্র পাকাচ্ছেন ড. কামাল হোসেনরা। তারা পরোক্ষভাবে ৭১’র ঘাতক বিএনপিকে মদদ যোগাচ্ছে।আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত রাজধানীর সুপ্রীম কোর্ট মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক আলোচনাসভায় তিনি একথা বলেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, দলছুট নেতাদের নিয়ে ষড়যন্ত্র পাকাচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।তিনি বলেন, আসলে বিচারপতিদের বিব্রত বা তাদের অপদস্ত করার জন্য বিচারপতিদের অপসারণ আইন করা হয়নি। আওয়ামী লীগ কখনও বিচার পতিদের সঙ্গে অসৎ আচরণ করেনি। এর মাধ্যমে বিচারপতিদের অধিকার বিন্দুমাত্র ক্ষুণ্ন হবে না। বিচারপতিরা তো অন্যগ্রহের মানুষ না। সবার যদি জবাবদিহিতা থাকে, তাহলে তাদেরও থাকা উচিত।
সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, আজকে যারা ষোড়শ সংবিধান সংশোধনীকে বাধাগ্রস্ত করতে চাইছেন তারা পাকিস্তানিকরণকে ধারণ করতে চাইছেন। ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।