অনলাইন ডেস্ক:- দেশের মেধাবী পাঁচ হাজার ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে ডাচ বাংলা ব্যাংক। ব্যাংকের ১০২কোটি টাকার বার্ষিক শিক্ষা বৃত্তির আওতায় এ বৃত্তি দেয়া হয়। বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা ২০১৪সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অর্থমন্ত্রী আবুলমাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ডাচ বাংলা ব্যাংকের এশিক্ষা বৃত্তি প্রদান করেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেনডিজং, ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালককে এমতাব রেজ সহ আরো অনেকে।এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চেষ্টা থাকলে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পুরো শিক্ষা জীবন ভরেই পাওয়া যায়।
সব শিক্ষার্থীদের এ জন্য বৃত্তি পাওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন,গোবরে সব গুলো পদ্মফুল পুরোপুরি ফুটতে পারে না।বিভিন্ন কারণে ঝরে পড়ে।আর এ সব ঝরে পড়াদের জন্য শিক্ষা বৃত্তি দিতে এগিয়ে আসায় ডাচ বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। ।