জি নিউজ বিডি ডট নেটঃ- যশোরের ঝিনাইদায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা র দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছ থেকে তাকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেপ্তার করে। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুলইসলাম বিএনপির ৮৪ ঘণ্টার টানা হরতাল চলাকালে আদর্শপাড়ার বোমা হামলা মামলার এজাহারভুক্ত আসামী। এদিকে বিএনপি নেতা সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান ও জেলা নেতারা ।
ঝিনাইদায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল গ্রেপ্তার
Share This