কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, কোটচাঁদপুর থেকে ঢাকাগামী কলা বোঝাই একটি ট্রাক কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে পৌছালে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর গামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর অপর এক যাত্রী মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানিয় স্বাস্থ্য কমপেক্স ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।