ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৩০

sorok-ac-4-300x179ঝিনাইদহ প্রতিনিধি::ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও কলা বোঝাই একটি ট্রাকে সাথে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, কোটচাঁদপুর থেকে ঢাকাগামী কলা বোঝাই একটি ট্রাক কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে পৌছালে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর গামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর অপর এক যাত্রী মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানিয় স্বাস্থ্য কমপে­ক্স ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Exit mobile version