জাহিদুল ইসলাম মিলন, শেরপুর প্রতিনিধি ঃ-শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ২০ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঝিনাইগাতী বাজারের মেইন রোডের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সামনে থেকে হাসপাতাল রোড পর্যন্ত মেইন সড়কের দু’পার্শ্বে রাস্তার উপর অবৈধ ভাবে বিভিন্ন প্রকারের বারান্দা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল মালিক ও ভাড়াটিয়ারা। ফলে রাস্তার যানজট ও চলাফেরার বিঘœ ঘটে আসছে। এছাড়া অবৈধ ভাবে স্থাপনা নির্মানের ফলে রাস্তায় চলা লোক জনের ব্যাপক সমস্যারও সৃষ্টি হচ্ছে। ফলে অবৈধ স্থপনা উচ্ছেদের প্রশংসনীয় উদ্যোগ নেওয়ায় উপজেলাবাসী বেজায় খুশি হয়েছেন। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের নির্মাণকৃত বারান্দা উচ্ছেদ করা হয়।
ঝিনাইগাতী বাজারের মেইন রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Share This