মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হলদীবাটা দীঘিরপাড় এলাকার বনের মাঝখানের ধান ক্ষেত থেকে ৩০ ডিসে¤^র সোমবার সকালে অজ্ঞাতনামা এক যুবতি (৩০) এর লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উপস্থিত এলাকাবাসীর ধারনা, কে বা কাহারা ২৯ ডিসে¤^র দিবাগত রাতের কোন এক সময়ে এই অজ্ঞাতনামা যুবতিকে বনের মাঝখানে এনে হত্যার পর তার মূখ মন্ডলে আগুন ধরিয়ে দেয়। সকালে এলাকার রাখালরা বনের মাঝে গরু চড়াতে গেলে এই অজ্ঞাতনামা যুবতির লাশ দেখতে পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (অছি) গোলাম হায়দার, অছি তদন্ত গোলাম মোর্শেদ তালুকদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অজ্ঞাতনামা এই হতভাগিনী যুবতির লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য শেরপুরে প্রেরণ করেছেন। উপস্থিত এলাকাবাসী এই অজ্ঞাতনামা যুবতিকে কেহ সনাক্ত করতে পারেনি। এ ব্যাপারে ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে একটি সূত্র জানায়।
ঝিনাইগাতীর হলদীবাটা ধান ক্ষেত থেকে অজ্ঞাতনামা যুবতির লাশ উদ্ধার
Share This