ঝিনাইগাতীপ্রতিনিধি ঃশেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বিশিষ্ট জনের সম্মানার্থে জুয়েল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যেগে ২ আগষ্ট শুক্রবার ঘরোয়া পরিবেশের মধ্যে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। প্রথমে অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের অফিস উদ্বোধন করেন। পরে ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে পিকে মার্কেটের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুয়েলের জীবনীর উপর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মরহুম জুয়েলের পিতা আঃ মান্নান মাষ্টার, ক্ষুদ্র বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী ফর্সা, ডিস ব্যবসায়ী মেহেদী হাসান হালিমসহ আরোও অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা মাহমুদুল হাসান। উল্লেখ্য যে, মরহুম মাহমুদুল হাসান জুয়েল ৮ এপ্রিল/ ২০১০ ইং রোজ বৃহস্পতিবার মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় আঘাত প্রাপ্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
মুহাম্মদ আবু হেলাল , ঝিনাইগাতী , শেরপুর ।