ঝিনাইগাতীতে জাঁক জমকপূর্ণ ভাবে বড় দিন পালিত

Picture=1মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী ঃ খ্রীষ্টান ধর্মাবলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর বড় দিন। দিনটি জাঁক জঁমক ভাবে  পালন করা হয় সকল আদিবাসী অধ্যুষিত এলাকা মরিয়ম নগর মিশনসহ অন্যান্য ধর্ম পল্লীতে। চারিদিকে নানা রংঙ্গে সাজিয়েছেন আদিবাসী পল্লী গুলো। আদিবাসী পল্লী গুলোর মধ্যে মরিয়ম নগর মিশন, বাকাকুড়া ও নক্সীতে ধর্মীয় উৎসব পালন করা হয়। আদিবাসী পল্লীতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। মরিয়ম নগর মিশনে সকাল ৭.৩০ ও ৯ টায় প্রার্থনা পরিচালনা করেন মরিয়ম নগর ধর্ম পল্লীর পালপুরোহিত ফাদার গাব্রিয়েল তপ্ন সি.এস.সি। আদিবাসী পল্লীর লোকজন বলেন, বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারনে অন্যান্য বছরের তুলনায় এবছর লোক সমাগম কম হয়েছে। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল, র‌্যাফেল লটারীর ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগীতা।

Exit mobile version