বিনোদন ডেস্ক:- জুলি টু ছবির শুটিং শুরু হবে। কিন্তু কে হবেন জুলি? নেহা ধুপিয়া নাকি রাজি নন। তাহলে? জুলিকে মনে আছে আপনার? মানে, জুলি সিনেমার জুলিকে? হ্যাঁ, নেহা ধুপিয়া। যিনি জুলি ছবিতে অভিনয় করে রাতারাতি লাইম লাইটে চলে এসেছিলেন। সেটাই বোধহয় তাঁর এখনও পর্যন্ত অভিনয় করা সবচেয়ে বিতর্কিত চরিত্র। কারণ সেই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল এক রূপোপজীবিনীর চরিত্রে।পোস্টার থেকে শুরু করে সিনেমার গল্প, সবটাই ছিল বিতর্কে মাখানো। যত দূর খবর পাওয়া গিয়েছে, তাতে শুরু হতে চলেছে জুলি টু-এর শুটিং। কিন্তু তাতে থাকছেন না নেহা ধুপিয়া। তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করার জন্য। কিন্তু তিনি রাজি হননি। হ্যাঁ, জুলি টু-এর অফার আমার কাছে ছিল, কিন্তু ছবিটি করতে আমি রাজি হইনি, বলেছেন অভিনেত্রী।কিন্তু রাজি হলেন না কেন? নেহা জানিয়েছেন, এখন আর এরকম চরিত্রে অভিনয় করতে আমি আগ্রহী নই। আগেরবার জুলি হয়েছিলাম ঠিকই। কিন্তু এখন একটু অন্য ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। মুক্তির পথে নেহা অভিনীত উংলি। করন জোহরের প্রোডাকশনের এই ছবিটি নিয়ে এখন নেহা রীতিমতো আশাবাদী, আব এর বাইরে কিছু নাকি ভাবছেনও না তিনি।সূত্র:ইন্টারনেট