জি নিউজঃ- জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সম্মেলনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ও ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা নিয়ে আলোচনা হবে বলেও জানান দীপু মনি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া এ সফরের সময় তিনি একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের শেষ বছরে এই অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।এছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি-মুনসহ আরও কয়েক জন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করতে পারে। ইতিমধ্যে ইউনেস্কো দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ ও মহাজোটের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যোগ দেবেন। তাদের মধ্যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রাশেদ খান মেননসহ অন্য নেতারা রয়েছেন। তাঃ-১৯ সেপ্টেম্বর, ২০১৩
জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Share This