জি নিউজ বিডি ডট নেটঃ– হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ করে জাতীয় পার্টিকে এক বিশ্বাসঘাতক গণধিকৃত পার্টি হিসেবে জনগণের সামনে উপস্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ । জাতীয় পার্টির সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়ামকে সম্পূর্ণ উপো করে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে পার্টির গৃহীত পূর্বাপর অবস্থানের বিপরীত এমন একটি সিদ্ধান্ত এরশাদ নিয়েছেন যা জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল। পার্টির বেশির ভাগ নেতাকে অবহিত না করে কিছু সুবিধাবাদী ও দোদুল্যমান মন্ত্রিত্বলোভী নেতাকে আওয়ামী লীগের তথাকথিত সর্বদলীয় সরকারের মন্ত্রিত্বে আসীন করেছেন। তিনি বলেন, টেলিভিশনের পর্দায় যখন দেখি আমাদের পার্টি ও তার নেতার বিরুদ্ধে হাজার হাজার মানুষ থু থু নিক্ষেপ করছেন। ঝাড়– ও জুতা নিয়ে মিছিল করছেন, তখন লজ্জা ও বেদনায় হৃদয় বিদীর্ণ হয়ে যায়। জাতীয় পার্টির লাখ লাখ নেতাকর্মী আজ এ ঘটনায় চরমভাবে অপমানিত এবং আশাহত। নিদারুণ মনোকষ্টে তারা দিশেহারা হয়ে পড়েছেন। তিনি দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে এবং দেশের বর্তমান রক্তাক্ত সঙ্ঘাত ও সঙ্কট থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদত্যাগের দাবি জানিয়েছেন। অন্যথায়, বর্তমান গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকারের একতরফা নির্বাচনের ষড়যন্ত্র যেকোনো মূল্যে জনগণ প্রতিহত করবে। গতকাল শনিবার এক বিবৃতিতে কাজী জাফর আহমদ এসব কথা বলেন। কাজী জাফর বলেন, আমি এখনো মনেপ্রাণে বিশ্বাস করি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমি নিরপেখ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কাজী জাফর আহমেদ দলের সর্বস্তরের নেতাকর্মীকে নির্দলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, অসুস্থতা কাটিয়ে উঠলে তিনি পরবর্তী দিকনির্দেশনা দেবেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে করে বলেন, জাতীয় পার্টির মধ্যে থাকা সরকারের অনুগত নেতাদের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান গ্রহণ করুন। কাজী জাফর তার বিবৃতিতে বলেন, জাতীয় জীবনের এক বিশেষ যুগসন্ধিক্ষণে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপনের জন্য সংবাদ সম্মেলন আহ্বান করেছিলাম। কিন্তু আমি হাসপাতালে চলনশক্তিহীন অবস্থায় চিকিৎসারত আছি, তাই সংবাদপত্রের বিবৃতির মাধ্যমে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আপনারা লক্ষ্য করেছেন, জাতীয় পার্টির কয়েকজন নেতা আকস্মিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তথাকথিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করেছেন। এ ঘটনায় শুধু আমি নই, সমগ্র জাতি হতভম্ব ও স্তম্ভিত।তিনি বলেন প্রধান বিরোধী দল যাতে নির্বাচনে আসতে না পারে তার জন্য যতরকম ষড়যন্ত্র এবং অপকৌশল আছে তা তারা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। তাই নীল নকশার নির্বাচন করে পার পাওয়ার জন্য প্রধান বিরোধী জোটকে বাইরে রেখে একটা প্রহসনমূলক নির্বাচন করার জন্য তারা আজ মরিয়া। তাদের এই ষড়যন্ত্র সফল করা এবং জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে রক্তের বন্যায় ভাসিয়ে দেয়ার লক্ষে তারা নজীরবিহীন দমননীতি শুরু করেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের গণদাবি অবিলম্বে মেনে নিন এবং দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বিএনপি এবং অন্যান্য বিরোধী দলকে বাইরে রেখে বর্তমান গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকারের একতরফা নির্বাচনের ষড়যন্ত্র যে কোনো মূল্যের বিনিময়ে এদেশের জনগণ প্রতিহত করবে। তাঃ-২৩ নভেম্বর ২০১৩
জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এরশাদ – কাজী জাফর
Share This