‘জনগণকে নিয়ে রাস্তায় নামলে সরকার পালানোর পথ পাবে না: মির্জা আব্বাস
জি নিউজ অনলাইনঃ- জনগণকে নিয়ে আমরা রাস্তায় নামলে সরকার পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। তিনি বলেন আমাদের জনসভায় যারা এসেছেন সবাই বিএনপির নেতা-কর্মী নয়। বেশির ভাগই সচেতন জনগণ।
এ দেশে অপকর্ম করে পার পাওয়া যাবে না।বিচারপতিদের অভিশংসন সংসদে নেওয়ার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ২০ দলীয় জোটের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা আব্বাস বলেন, এ দেশের জনগণ এ সরকারকে আর চায় না। অবিলম্বে পদত্যাগ করুন।
আন্দোলন চলছে, আন্দোলন চলবে। বাংলাদেশের জনগণ স্বাধীকার রক্ষার জন্য রাস্তায় নামবে মির্জা আব্বাস আরো বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার লোকজন তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করছেন। কোনো ধরণের তথ্য প্রমাণ ছাড়া তারা তারেক রহমানকে নিয়ে মনগড়া সব তথ্য দিচ্ছেন।
এটা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।প্রেসক্লাবের ভেতরে স্লোগান না দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, সব জায়গায় স্লোগান বা ব্যানার প্রদর্শনের প্রয়োজন নেই।যেখানে প্রয়োজন সেখানে দেখাবেন। এখানে স্লোগান দিবেন না। সরকারের নির্যাতনের খবর আরো বেশি পরিমাণে প্রদর্শনে এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান