অনলাইন ডেস্ক ,জি নিউজ ঃ মোটা হয়ে যাওয়ার পেছনে দুইটি কারনে হয়ে থাকতে পারে- প্রয়োজনের চেয়ে বেশি খাবার গ্রহন অথবা অলসতা। আজকাল ছেলে/মেয়েদের মাঝে দেখা যায় জাং খাবারের প্রতি আগ্রহ। যেমন ম্যাক ডোনাল্ড বা বারগার কিং বা অন্য কোনো ফাষ্ট ফুডের দোকানে খাবার প্রবনতা। ক্যান্ডি বা চিপস যেটার মাঝে থাকে শরীরের চাহিদার চেয়ে বেশী পরিমান লবন বা চিনি। যা একটা অপ্রাপ্ত বয়সের ছেলে/মেয়েদের শরীরে দিনে দিনে চর্বি জমতে থাকে।
এক সময় শরীরের মেটাপলিজম স্লো হয়ে যায়। অনেক সময় মানুষ মোটা হয় শরিরীক অসুস্হতা থেকেও। অপ্রাপ্ত বয়সের ছেলে/মেয়েদের খাবার গ্রহনে সতর্ক থাকতে হবে। প্রচুর পরিমানে পানি এবং সাকশবজি/ফল খাওয়ার অভ্যাস করতে হবে। বৃটেনের মাত্র ১৯ বছরের যুবতীর ওজন ২২৯কেজি। ব্রিটেনের সবচেয়ে মোটা এবং ভারী ওজনের জিওরজিয়া ডেভিস পা ব্যথার কারণে হসপিটালে ভর্তি হয়েছেন। জিওরজিয়া(১৯) তার পা ব্যথায় কয়েকদিন ধরে অনুভব করছেন।
এজন্য তিনি প্রিন্স কার্লিস হসপিটালে ভর্তি হয়েছেন বলে জানান তার পিতা অর্থর টেইলর(৭৩)। তিনি বলেন-“ তার পা গুলোর অবস্থা ভালো না। সে প্রচন্ড ব্যথা অনুভব করছে। অবশেষে সে হসপিটালে ভর্তি হয়েছে বলে আমরা খুশি, বলেন টেইলর”। জিওরজিয়া ডেভিসের মতো এই রকম শারিরীক পরিনতি নিশ্চয়ই কারো কাম্য নয়।