জি নিউজ ঃ-রাজধানীর সেন্ট্রাল গার্লস স্কুলে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই স্কুলের বাসুদেব কুমার রায় (৩৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে ভিকারুন্নেসা স্কুলের এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন ওই স্কুলের শিক্ষক পরিমল জয়ধর। সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শিক্ষকের নাম বাসুদেব। তিনি ওই স্কুলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। এমনকি এসএসসি ্পরীক্ষা চলার সময়ও তিনি ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করেন। পরীক্ষার কথা বিবেচনা করে ছাত্রী কাউকে কিছু বলেনি। পরীক্ষা শেষেও বাসুদেব ছাত্রীর পিছু না ছাড়লে ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানায়। পরে তারা ওই স্কুলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর স্কুলের কতিপয় শিক্ষক মিলে ওই ছাত্রীকে নানা ধরনের হুমকি-ধামকি দেন। একপর্যায়ে আরও বেপরোয়া হয়ে ওঠে শিক্ষক বাসুদেব। পরে গতকাল সোমবার ওই ছাত্রী সূত্রাপুর থানায় লিখিত অভিযোগ করলে দুপুর ২টার দিকে বাসুদেবকে ওই স্কুল থেকে গ্রেফতার করা হয়।
ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ এক শিক্ষক গ্রেফতার
Share This