জি নিউজ বিডি ডট নেট ঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি শরীফ উদ্দিনকে ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শুক্রবার বিকাল ৪টার দিকে তাদের ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়। পল্টন থানার একটি মামলায় তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন জানায় পুলিশ। একই সঙ্গে মতিঝিল থানার ২টি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত অন্য যে কোনো আবেদন শুনানির নির্দেশ দেন। পর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালত। উল্লেখ -চলতি বছরের ২২ এপ্রিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি গাড়িতে আগুন ও পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় পল্টন থানার একটি মামলায় তাদের আসামি করা হয়।এদিকে শুক্রবারভোর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ি থেকে আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিন জুয়েলকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ [ডিবি] শরীফ উদ্দিন জুয়েলের বাসায় তারা আত্মগোপনে ছিলেন। ছাত্রদল সভাপতি জুয়েল মালিবাগ ও শাহবাগে বাসে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে হত্যাসহ একাধিক মামলার হুকুমের আসামি। এদিকে ছাত্রদলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। তাঃ- ০৭ ডিসেম্বর, ২০১৩
ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি জুয়েল ও শরীফ উদ্দিন ৩ দিনের রিমান্ডে
Share This