চেয়ারপারসন খালেদা জিয়ার ছক মোতাবেক আন্দোলন হবে:এম কে আনোয়ার
জি নিউজ অনলাইনঃ- বিএনপির আন্দোলনের কৌশল নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছক মোতাবেক আন্দোলন হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯ বছরের অতীত অভিজ্ঞতা থেকে আগামীদিনের আন্দোলনেও সফল হবেন বলে দাবী করেন তিনি। এম কে আনোয়ার বলেন, সংবাদপত্র দমনের ইতিহাস আওয়ামী লীগের নতুন নয়। তাদের অতীত অভিজ্ঞতা থেকেই তারা আবারো বাকশালের পথে হাঁটছে। এর আগেও তারা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে কয়েকটি সংবাদপত্রকে বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক বক্তব্যেই বাকশালের প্রতিধ্বনি শোনা যাচ্ছিলো। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দিগন্ত টেলিভিশন: সাময়িক নিষেধাজ্ঞার ৫০০ দিন শীর্ষক’এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে তারা ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে চায়। কিন্তু দেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। এজন্য বিদায় তাদের নিতেই হবে। ‘আওয়ামী লীগ নেতাদের কেনা যায় শেখ হাসিনাকে কেনা যায় না’ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, সেটি আমিও বিশ্বাস করি। কিন্তু এর পক্ষে এখন পর্যন্ত কোনো ব্যক্তি এমন কি আওয়ামী লীগের কাউকে কথা বলতে শুনিনি। আওয়ামী লীগ সনদ জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করছে মন্তব্য করে এমকে আনোয়ার বলেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের সচিবরা যখন এই সনদ জালিয়াতির সঙ্গে জড়িত তারপরেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
সরকার এইসব অপকর্মকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছে। কারণ এতে করে সরকারের অপকর্মের আরও খবর বেড়িয়ে পরবে। তিনি দেশের সাংবাদিক সমাজকে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। দিগন্ত টিভির নির্বাহী পরিচালক মাহবুবুল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের পরিচালক ডা. জাফর উল্লাহ চৌধূরী, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রহুল আমীন গাজী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।