চলামান রাজনৈতিক সঙ্কট নিরসনে বিশেষ বার্তা নিয়ে ৫ দিনের সফরের তারানকো

Taranco07জি নিউজ বিডি ডট নেট ঃ  বাংলাদেশের নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলীয় প্রধানের অনড় অবস্থান ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের শুভেচ্ছা দূত ও রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিবের সফরের দিকে তাকিয়ে রয়েছে সমগ্র দেশ। এই সফর দেশের প্রধান দুটি রাজনৈতিক দলকে একটি সমঝোতার দিকে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার। সংশ্লিট সূত্রে জানা যায়, চলামান রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ বার্তা নিয়ে ৫ দিনের জন্য ঢাকায় আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তবে বিএনপি সূত্রে জানা গেছে, তার (তারানকো) এই সফরের কর্মসূচি ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের বাইরে থাকবে । প্রাথমিকভাবে তারানকোর সফরকালে কর্মসূচি না দেয়ার সিদ্ধান্ত থাকলেও  পরবর্তীতে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিরোধীদলীয় জোট। জাতিসংঘ মহাসচিব বান কি মুন নিজেও দুই নেত্রীকে চিঠি দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দুই দলের সমঝোতার জন্য জাতিসংঘ প্রয়োজনে মধ্যস্থতার উদ্যোগ নিতে পারে বলেও ওই চিঠিতে ইঙ্গিত দেয়া হয় বলে একটি সূত্র জানায়।জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকোর সফরের মধ্যেই ফের ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। তবে তারানকো শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবন গুলশানে  বৈঠক করবেন। জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকা পৌঁছেছেন। শুক্রবার রাত ৮টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে কর্মকর্তারা জানান। সূত্র জানায়, দুই দেশের স্বার্থ সংশ্লিট বিষয় ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে অস্কার ফার্নান্দেজ তরারনকোর সঙ্গে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার এ সময়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনকি প্রধান দুই দলের সাধারণ সম্পাদকসহ, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্টদের সঙ্গে  বৈঠক করতে পারেন বলেও জানা যায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অবরোধের শেষ দিনে বিকাল ৫টার মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে  নেওয়ার জন্য সরকারের প্রতি সময়সীমা বেঁধে দিয়েছিলো ১৮ দলীয় জোট।  কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবি মেনে নেয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত না পাওয়ায়  আবারো ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছেন বলে এক  ভিডিও বার্তায়  জানান বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। বিবৃতিতে তিনি বলেন, সরকার যখনই নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেবে, তখনই ১৮ দলীয় জোট অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেবে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে শনিবার ভোর ৬ টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অবরোধের মধ্যে  রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে নগর কমিটি।তাঃ- ০৭ ডিসেম্বর ২০১৩

Exit mobile version