চট্টগ্রাম বাসীকে ঈদ উপহার দিলও বহদ্দারহাট ফ্লাইওভার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

hasina33_20453চট্টগ্রাম প্রতিনিধি,জি নিউজঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেছেন আমি যতোবার চট্টগ্রাম এসেছি ততোবার টুঙ্গিপাড়াও যাইনিচট্টগ্রামের প্রতি আমার যে আন্তরিকতা তা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে এছাড়া বহদ্দারহাট ফ্লাইওভারকে চট্টগ্রামবাসীর জন্য ঈদ উপহার হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  এসময় তিনি চট্টগ্রামের উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখতে মহাজোট সরকারকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনার জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান এছাড়া মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের কাছ থেকে আমাদের সমুদ্রসীমা জয় করেছিভারতের সঙ্গেও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি নিয়ে মামলা চলছে২০১৪ সালে এই মামলার রায় হতে পারেআশা করছি এই রায়ও আমাদের পক্ষে আসবে আজ শনিবার চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধন শেষে জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ ময়দানে এক সমাবেশে এ  কথা বলেন  তিনি এছাড়া প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বহদ্দারহাট ফ্লাইওভারকে এম এ মান্নান ফ্লাইওভার হিসেবে নামকরণের প্রস্তাব করেন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভারসহ ৩২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তাঃ- শনিবার, ১২ অক্টোবার ২০১৩

 

 

Exit mobile version