চট্টগ্রামে প্রতিনিধি,জি নিউজঃ- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিক্ষিপ্ত ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার নগরীর বড়পোল ও মনছুরাবাদ এলাকায় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও পাথর নিক্ষেপ করে। এদিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার জানান, নগরীতে ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১২জন পিকেটারকে আটক করেছে পুলিশ। এর আগে সকাল সাড়ে ১১টায় ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায়ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ৩জন পিকেটারকে আটক করা হয় বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় লালদীঘিতে ঝটিকা মিছিল থেকে দুইটি সিএনজি ভাংচুর করে পিকেটারররা। এসময় সেখানে ওরিয়েন্টাল মার্কেটেও ভাংচুর করে তারা। সকাল সাড়ে ৯টায় খাতুনগঞ্জে চারটি ট্রাক ভাংচুর করে শিবিরকর্মীরা। একই সময়ে দুই নম্বর গেইট এলাকায় একটি পিকআপ ভ্যান ও নাসিরাবাদ এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুইটি সিএনজিতে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা। এদিকে হরতালের সমর্থনে দিনভর মিছিল করেছে বিএনপি। সকাল সাড়ে ৭টার দিকে নগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়। এ ছাড়া হরতালে সহিংসতা মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিএমপি। নগরী এবং জেলায় পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়। নগরীতে ভোর থেকে প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এছাড়া প্রস্তুত ছিল ছয় প্লাটুন বিজিবি। তাঃ- ১১ নভেম্বর, ২০১৩