জি নিউজঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল আমাকে হত্যাসহ স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেয়া। হত্যা, ষড়যন্ত্র, জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য নেতৃত্বশূন্য করা। বিগত ২১ আগস্ট ২০০৪ সালের নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে এ কথা বলেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১ আগস্টের মত নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামায়াত জোট হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। এমনকি তারা হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সে সময় নারকীয় ওই গ্রেনেড হামলার অনেক আলামত ধ্বংস করা হয় এবং তদন্তের নামে ওই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে। তিনি বলেন, সত্যকে কখনো ধামাচাপা দেয়া যায় না। তাই তদন্তে বেরিয়ে এসেছে বিএনপি-জামায়াত জোটের অনেক কুশীলব এ হামলার সাথে সরাসরি জড়িত। প্রধানমন্ত্রী বলেন, কোন ভবনে বসে কারা এই হামলার নীল-নকশা তৈরি করেছিল তা স্পষ্ট হয়েছে। একুশ আগস্টের হামলাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং তাদের মদদদাতাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের চির অবসান হবে এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। এদিকে ২১ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল আমাকে হত্যা করা- প্রধানমন্ত্রী
Share This