বিনোদন ডেস্ক:- আবার গান গাইলেন শ্রুতি৷ এবার বোন অক্ষরার লিপে প্লে-ব্যাক করলেন হাসান কন্যা৷ আর বালকি পরিচালিত ‘শমিতাভ’-এ অক্ষরার সিনে জগতে আবির্ভাব ঘটছে৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কমল হাসানের ছোট মেয়ে৷ তাঁরই লিপে গান গাইবেন দিদি শ্রুতি৷ গানটির সুর দিয়েছেন বিখ্যাত সুরকার ইলাইয়া রাজা৷ এখন অনেক নায়ক-নায়িকারাই হুজুগে গান রেকর্ড করেন৷ সে প্লে-ব্যাক হোক কিংবা অ্যালবাম৷ কিন্তু শ্রুতি সেই তালিকায় পড়েন না৷ তিনি ছোটবেলা থেকে নিয়মিত নামী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর কাছে তালিম নিয়েছেন৷ তাই গানটা তিনি বাস্তবিকই জানেন৷ তা না হলে হয়তো শ্রুতিকে দিয়ে পরিচালক বালকি কিংবা সুরকার ইলাইয়া রাজা কেউই গানটা গাওয়াতেন না৷ এর আগে ‘তেবর’ ছবিতে সোনাক্ষীর লিপে একটি গান গেয়েছেন শ্রুতি৷ সূত্র: ইন্টারনেট
গান গাইলেন শ্রুতির
Share This