গাজীপুরে শ্রীপুরে আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘরের মালামাল  সরাতে গিয়ে বিদ্যুত্ স্পর্শে ঘটনাস্থলে পোশাক কারখানার দুইশ্রমিকের মৃত্যু হয়েছে।এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত১০ শ্রমিক আহত হয়েছেন।  আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শ্রীপুর উপজেলার নয়ন পুরের দক্ষিণ ধনুয়া এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের চান্দাবর গ্রামের খাইরুল ইসলাম (৩৫) ও টাঙ্গাইলের কালা মেঘা গ্রামের আব্দুস সামাদ(৩৮) ।তারা পাশের রিদিশা পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়,, শ্রীপুর উপজেলার নয়নপুরের দক্ষিণ ধনু য়াএলাকার স্থানীয় আবুবকরের বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎ সরবরাহ চালু থাকায় আগুন নেভাতে গিয়ে মালামাল সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রতিবেশী আব্দুস  সামাদ ও খাইরুল ইসলাম মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাড়ির ছয়টি কক্ষ আসবাব পত্রও অন্যান্য মালামাল সহ পুড়ে যায়। এদিকে  ক্ষতিগ্র স্তরা দাবি করেছেন, আগুনে প্রায় এক কোটি টাকার  মালামাল পুড়ে গেছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন কাদির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তি মারা গেছেন।

Exit mobile version