গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ শ্রমিদের বিক্ষোভ

shorok2জি নিউজঃ-গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় শনিবার সকালে বিআরটিসি বাসের চাপায় একজন পোশাককর্মী মারা গেছেনএ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা সকাল থেকে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন১০টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন নিহত শ্রমিক নাম শারমিন (৩২) মিলগেট এলাকার টপস অ্যান্ড বটমস লিমিটেডের সুইং অপারেটর ছিলেন পুলিশ, ও প্রত্যক্ষদর্শী জানান আজ সকাল সাড়ে ৭ টার দিকে শারমিন কারখানায় কাজে যাওয়ার উদ্দেশে মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেনএ সময় বিআরটিসির একটি বাসে তাঁকে চাপা দেয়স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যানঢাকা মেডিকেলে  নেওয়ার পথে শারমিন মারা যান এ বিষয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ সব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঃ-০২ নভেম্বর ২০১৩

Exit mobile version