গাইবান্ধায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি:প্রহসনের দশম সংসদ নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপার্সন এবং ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ এবং দ্বিতীয় দফা ৬০ ঘন্টা হরতালের শেষদিনে বুধবার গাইবান্ধায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে সকল প্রকার দোকানপাট বন্ধ ছিল। ব্যাংকবীমা, অফিস-আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। শহরে বিক্ষিপ্তভাবে রিক্সা চলাচল করেছে। তবে বাসটার্মিনাল থেকে আন্ত:জেলা ও দুরপাল্লার কোন বাস ছাড়েনি। ট্রেন সিডিউল বিপর্যয়ে বিলম্ব চলাচল করেছে।

এদিকে গাইবান্ধা জেলা ১৮ দলীয় জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে ১৮ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, আব্দুল মান্নান সরকার, কামরুল হাসান সেলিম, শাকিল ইসলাম পাপুল, মমতাজুল ইসলাম খামারী, খন্দকার মাহমুদুন্নবী রিটু, ইলিয়াস হোসেন, অ্যাড. হানিফ বেলাল, শফিকুল ইসলাম রুবেল, শফিকুল ইসলাম লিপন, রেজাউল হক হক চৌধুরী, ওয়াজেদ আলী সরকার, ওমর ফারুক সেলু, ইউনুস খান দুখু, খান মোঃ কাওছার সুজন, শামিমুল হক শামিম,  শেখ রাব্বি, জাহিদ হাসান প্রমুখ।

 

Exit mobile version