জি নিউজ বিডি ডট নেট, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজেদুর রহমান নামে পুলিশের এক এসআইকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলায় নৌ পুলিশের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু গ্রেফতারকৃত সাজেদুর রহমানকে বৃহস্পতিবার সাসপেন্ড করেছেন। সাজেদুর রহমান কয়েক মাস আগে গাইবান্ধার পলাশবাড়ি থানায় কর্মরত ছিলেন। গাইবান্ধা পুলিশ সুপার মোঃ সাজিদ হোসেন জানান, বিশেষ অভিযোগের পরিপ্রে¶িতে বগুড়া থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে তাকে গোবিন্দগঞ্জে একটি মাইক্রোবাস থেকে গ্রেফতার করা হয়। পলাশবাড়িতে থাকার সময় তিনি এলাকায় বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিলেন।
গাইবান্ধায় পুলিশ কর্মকর্তা বিকালে সাসপেন্ট রাতে আটক
Share This